বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সুন্দরবনসংলগ্ন সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
পরে অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অবমুক্ত করা হয়। অজগরটির ওজন ছিল প্রায় ১৫ কেজি।
আরও পড়ুন: শেরপুরে আবারও বার্মিজ পাইথন উদ্ধার, বনে অবমুক্ত
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ‘সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে অজগরটি একটি বাড়ির মুরগির খোপে ঢুকে কয়েকটি মুরগি খেয়ে ফেলে। পরে খড়ের গাদায় লুকিয়ে থাকার চেষ্টা করে। খবর পেয়ে আমরা অজগরটি উদ্ধার করে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করি।’
সুন্দরবনের শরণখোলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবকরা উদ্ধার করা অজগরটি আমাদের কাছে দিয়েছেন। পরে আমরা সেটিকে ধাবড়ি এলাকার বনে অবমুক্ত করেছি।’
]]>