খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার

২ দিন আগে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার নানা রহমত উল্লাহ খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। সকল চেষ্টার পর তার নানার খোঁজ মিলেছে।

সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তার নানাকে পাওয়া গেছে।


ফেসবুক পোস্টে হিমি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে।’

 

আরও পড়ুন: অভিনেত্রী হিমির নানা হারিয়ে গেছেন, চলছে মাইকিং


এর আগে অভিনেত্রী জানান, সোমবার সকালে মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তার নানা রহমত উল্লাহ হারিয়ে গেছেন।


ফেসবুকে হিমি লিখেছিলেন, ‘হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।’

 

আরও পড়ুন: বাবার সম্পত্তির সমান ভাগ করে নজির গড়লেন রুনা খানের ভাই


ফেসবুকে নিখোঁজ খবরটি দেখার পর সর্বস্তরের মানুষ সেটি শেয়ার করেন, যার কারণে অভিনেত্রী তার নানাকে সহজেই খুঁজে পেয়েছেন বলে জানান হিমি। এর জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন