খেলোয়াড়ের ইনজুরিতে অবসর ভেঙে ফিরলেন কোচ

৪ দিন আগে
চলতি বিগ ব্যাশে গত শুক্রবার (৩ জানুয়ারি) পার্থ স্কর্চার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় সিডনি থান্ডারের দুই খেলোয়াড়ের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ক‍্যামেরন ব‍্যানক্রফট ও ড‍্যানিয়েল স‍্যামস। দলে খেলোয়াড়ের কমতি থাকায় অবসর ভেঙে মাঠে নেমে পড়লেন সিডনির কোচ ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

২০২৩ সালের বিগ ব্যাশে সিডনি থান্ডার সেমিফাইনাল থেকে বিদায় নেয়। আর তখনই অবসরে যান ক্রিস্টিয়ান। তারপর থেকে সিডনি থান্ডারের সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন তিনি। তবে চলতি বিগ ব্যাশে ক‍্যামেরন ব‍্যানক্রফট ও ড‍্যানিয়েল স‍্যামসের ইনজুরি ছাড়াও দলে আরও চার খেলোয়াড় মাঠের বাইরে। যার কারণে অবসর ভেঙে আবারও মাঠে ফিরতে হল কোচকে।


বিগ ব্যাশে সোমবার (৬ জানুয়ারি) ব্রিসবেন হিটের মুখোমুখি হয় সিডনি থান্ডার। সেই ম্যাচেই অবসর ভেঙে ফেরেন ড্যানলি ক্রিস্টিয়ান। প্রথমে ব্যাট হাতে ১৫ বলে অপরাজিত থাকেন ২৩ রানে। যেখানে ছিল একটি ৯২ মিটারের ছক্কা। ৪১ বছর বয়সি ক্রিস্টিয়ানের এই বিশাল ছক্কা দেখে সকলেই অবাক হয়ে যান।


আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে অনিশ্চিত কামিন্স, অধিনায়কত্বের ভবিষ্যতও কী? 


শুধু ব্যাটই নয়, বল হাতে সফল ছিলেন থান্ডারের এই সহকারী কোচ। ৪ ওভার বোলিং করে ২৫ রানে নিয়েছেন একটি উইকেটও। তবে তার দলকে জেতাতে পারেননি ক্রিস্টিয়ান।


প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রানের পুঁজি পায় সিডনি থান্ডার। জবাবে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ব্রিসবেন হিট। ব্রিসবেনের জয়ের নায়ক ছিলেন ম্যাক্স ব্রায়ান্ট। ৩৫ বলে তার ৭২ রানের ঝড়ো ইনিংস ব্রিসবেনকে আসরের তৃতীয় জয় এনে দেয়।


৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সিডনি থান্ডার। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ব্রিসবেন হিট।    

]]>
সম্পূর্ণ পড়ুন