খেলোয়াড়রা আগ্রাসন দেখাতে চাইলে থামাবেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক

৩ সপ্তাহ আগে
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ। দুই দেশের রাজনৈতিক শত্রুতা ক্রিকেটের মাঠেও উত্তাপ বাড়ায়। এবার এশিয়া কাপের ম্যাচের আগে উত্তেজনা তুঙ্গে। গত এপ্রিলে পাহালগামে সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে দুই দেশ জড়িয়ে পড়েছিল যুদ্ধে। যার প্রেক্ষিতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। তবে সব শঙ্কা পেছনে ফেলে শেষ পর্যন্ত মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আজ (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ মাঠে গড়ালেও আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটা হবে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর)। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রতিপক্ষ পাকিস্তানের অধিনায়ক সালমান আগা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হওয়ার সময় তারা খেলোয়াড়দের আগ্রাসন কমাতে কোনো নির্দেশ দেবেন না।


রবিবারের এই লড়াই এমন এক সময়ে হচ্ছে যার মাত্র চার মাস আগে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাত হয়েছিল। ফলে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথগুলোর একটি আরও তীব্র রূপ নিতে চলেছে।


যদিও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও দুই দেশের ক্রিকেটাররা বরাবরই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে দুই অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেবেন?


আরও পড়ুন: আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি: লিটন দাস


সূর্যকুমার নেতিবাচক উত্তরই দিয়েছেন, 'আমরা মাঠে নামলেই আগ্রাসন থাকে। কিছুটা আগ্রাসন ছাড়া আমি মনে করি না এই খেলা খেলা সম্ভব। আমি সত্যিই মাঠে নামতে ভীষণ রোমাঞ্চিত।'


পাকিস্তান অধিনায়ক সালমানও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, খেলোয়াড়দের নিজেদের মতো করে প্রকাশ পেতে দেওয়াই সঠিক। 'খেলোয়াড়দের কিছু বলার দরকার নেই, কারণ প্রত্যেকের নিজস্ব ধরন আছে। কেউ যদি মাঠে আক্রমণাত্মক হতে চায়, তাহলে সে তা করতে পারে। বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে, তাদের সবসময়ই আগ্রাসী হতে হয়, কারণ সেটাই তাদের চালিয়ে নিয়ে যায়। আমার পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশ নেই, যতক্ষণ তা খেলার ভেতরেই সীমাবদ্ধ থাকে।'


টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপের সবশেষ আসরেরও চ্যাম্পিয়ন। তবে সেই টুর্নামেন্ট হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও শিরোপা জিততে চায় তারা।


তবে, পাকিস্তানও আত্মবিশ্বাসে ভরপুর, কারণ তারা সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়েছে, যেখানে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতও অংশ নিয়েছিল।


আরও পড়ুন: রেকর্ডের হাতছানিতে মাঠে নামছেন নবি-রশিদ


ভারত যদিও ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি, তবুও ম্যাচ প্রস্তুতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন সূর্যকুমার।


'আপনার প্রস্তুতি ভালো থাকলে, মাঠে নামার সময় অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন। হ্যাঁ, আমরা অনেকদিন পর খেলছি, তবে তিন-চার দিন আগে আমরা এখানে এসেছি এবং দল হিসেবে ভালোভাবে একসঙ্গে সময় কাটিয়েছি। আমরা সত্যিই এই টুর্নামেন্টের জন্য মুখিয়ে আছি।'–সূর্যকুমার বলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন