খেলার সময় বিদ্যুতের তার পড়ে কিশোরের মৃত্যু

২ সপ্তাহ আগে
সড়কের পাশেই খেলছিল তিন কিশোর। হঠাৎ করে তাদের একজনের মাথায় ছিড়ে পড়ে বিদ্যুতের তার। তারপর হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া নিহত মেহেদী হাসান (১৩) এর।

মর্মান্তিক এমন ঘটনা ঘটে চাঁদপুরে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। মেহেদী হাসান ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।


ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন জানান, সোমবার বিকেলে গ্রাম্য সড়কের পাশে মেহেদী, নেওয়াজ ও রবিন নামে তিন কিশোর খেলছিল। সেখানে উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তার হঠাৎ করে ছিড়ে পড়ে মেহেদীর গায়ে। এসময় তার সঙ্গে থাকা আরো দুজন সামান্য আহত হয়। কিন্তু মেহেদী বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

 

আরও পড়ুন: ট্রান্সফরমার ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


তিনি আরো জানান, মেহেদীসহ ওই তিন কিশোর সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বার্ষিক পরীক্ষার পর তারা সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার কথা।

]]>
সম্পূর্ণ পড়ুন