টিম ডেভিডের এমন আচরণ ভালোভাবে নেয়নি আইসিসি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
মাঠে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্রিকেটারের শাস্তির খবর প্রায়ই শোনা যায়। সাধারণত ম্যাচ শেষ হওয়ার পরপরই কিংবা দু-এক দিনের মধ্যেই শাস্তির ঘোষণা আসে। তবে টিম ডেভিডের ক্ষেত্রে তা হয়নি। যে ম্যাচে আচরণবিধির কারণে তিনি শাস্তি পেয়েছেন, সে ম্যাচটি হয়েছে গত ২৮ জুলাই। আর আইসিসি তাকে দুঃসংবাদটা দিল মঙ্গলবার (৫ জুলাই), ম্যাচ শেষের এক সপ্তাহ পর।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
আইসিসি জানিয়েছে, টিম ডেভিড তার অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। এছাড়া প্রথমবারের মতো শৃঙ্খলাজনিত কারণে ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।
সেদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে ২.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে অজিরা। এরপর পর ব্যাটিংয়ে নামেন টিম ডেভিড। ওই ওভারেই আম্পায়ার লেসলি রেইফারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: সিরাজকে স্বীকৃতি দেয়ার সময় এসেছে: অশ্বিন
বোলিং করছিলেন আলজারি জোসেফ, তার একটা ডেলিভারি লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। তখন আম্পায়ারের দিকে এগিয়ে দুই হাত প্রসারিত করে ওয়াইডের ইঙ্গিত দেন ডেভিড। কিন্তু আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দেন যে ওয়াইড হয়নি।
তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত ম্যাচে কোনো প্রভাব ফেলেনি। ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জেতে অজিরা।
]]>