ভারত ওয়াকওভার করায় পাকিস্তান ফাইনালে উঠে। ফাইনালে গতকাল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হয়েছিল তারা। বার্মিংহ্যামের ফাইনালে এবিডি ভিলিয়ার্সের তাণ্ডবে উড়ে গেছে মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন দল। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে পাকিস্তান।
জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ ওভারেই ৭২ রান তোলে। পাওয়ার প্লের শেষ বলে হাশিম আমলা আউট হয়ে যান। সাঈদ আজমলের বলে আউট হওয়ার আগে ১৪ বলে ২ চারে ১৮ রান করেন আমলা। ম্যাচের বাকি সময়টা পাকিস্তানি বোলারদের ওপর স্টিমরোলার চালান ডি ভিলিয়ার্স ও ডুমিনি। এই জুটি দলকে জয় এনে দেন ২৩ বল বাকি থাকতে। আসরে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটার।
আরও পড়ুন: ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে বিনিয়োগ করলো আইপিএলের আরও দুই ফ্র্যাঞ্চাইজি
ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটার। জেপি ডুমিনিও অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকেন। ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। ম্যাচটি তারা ৯ উইকেটে জিতে।
দারুণ ইনিংসের জন্য ডি ভিলিয়ার্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের সুরেশ রায়না। সেই সঙ্গে বলেছেন, তারা খেললেও পাকিস্তানকে গুঁড়িয়ে দিতেন। টুইটারে রায়না লেখেন, ‘ফাইনালে এবিডি ভিলিয়ার্সের কী দারুণ একটা ইনিংস, একেবারে চূর্ণবিচূর্ণ করা। আমরাও খেললে গুঁড়িয়ে দিতাম, কিন্তু আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে দেশ।’