মৃত ওয়াসির গ্রামের শরাফত আলী বেপারী বাড়ির খালেদ সিনহা রাসেলের একমাত্র ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু ওয়াসির খেলতে গিয়ে সবার আড়ালে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ভৈরবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
এ ব্যাপারে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে বিষয়টি অবগত হয়েছি।