মৃত আলভী মল্লিক ওই গ্রামের সোহাগ মল্লিকের ছেলে।
স্থানীয় মো. হৃদয় জানান, আলভীর বাবা, চাচা ও দাদা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুপুরে বাড়িতে তার দাদা রিকশা মুছে পরিস্কার করছিলেন। হঠাৎ আলভী খেলতে খেলতে তার দাদার কাছে গিয়ে দাদার অগোচরে রিকশা চার্জ দেয়ার বৈদ্যুতিক সকেটে আঙুল ঢুকিয়ে দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে কাঁপতে থাকে। বিষয়টি তার দাদী দেখতে পেয়ে বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেন এবং পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বসতবাড়িতে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরি, লাখ টাকা জরিমানা
স্থানীয় ইউপি সদস্য মো. কবির হোসেন বলেন, পরিবারের অসাবধানতার কারণে আজ ছোট্ট আলভীর প্রাণ চলে গেলো। আমাদের সকলের বৈদ্যুতিক লাইনগুলো সুরক্ষিত রাখা উচিত। বিশেষ করে শিশু বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখা উচিত।
শিশু আলভীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।