সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে হ্রদের পানি ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই প্রধান বাঁধ ও স্পিল ওয়ে ঝুঁকিমুক্ত রাখতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়া শুরু হয়েছে। এতে করে সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
আরও পড়ুন: বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, যা বললেন বিশেষজ্ঞরা
সোমবার দিবাগত রাতে কাপ্তাই হ্রদের পানির লেভেল ১০৮..৪৯ এমএসএল (মীনস সি লেভেল) পৌঁছেছে । হ্রদে পানি বৃদ্ধির ধারা এখনো অব্যাহত আছে।
]]>