সোমবার দিবাগত রাতে (২৪ জুন) দেশগুলোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা ও ওই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ফ্লাইট চলাচল ও আকাশসীমা বন্ধ করা হয়। তীব্র উত্তেজনার মধ্যে যাত্রী, ক্রু এবং বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নেয়।
এদিকে আকাশসীমা পুনরায় খোলার ফলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
বিমান সংস্থা ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে যেকোনো ঘোষণা সম্পর্কে আপডেট থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: হামলার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প!
এরআগে হামলার ঘটনায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ায় ঢাকা থেকে এসব গন্তব্যে সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছিল। তবে অবস্থা স্বাভাবিক হলে দ্রুতই ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানানো হয়।
]]>