খুলনায় হোটেলে ঢুকে বাবুর্চি-কর্মচারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

২ সপ্তাহ আগে
খুলনায় হোটেলে ঢুকে বাবুর্চি-কর্মচারীসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ডাকবাংলা মোড়ে লাভলু হোটেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: হোটেলের বাবুর্চি আয়ুব আলী, কর্মচারী সুজন, মধু ও টটুল।


হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হোটেলে খাবার খাওয়ার সময় পানি চাওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় হোটেল ম্যানেজার বেল্লালকে মারতে গেলে অন্য কর্মচারীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।


হোটেলের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম বাপ্পী বলেন, ‘এ ঘটনার রেশ ধরে সন্ধ্যার কিছু পরে ১০ থেকে ১৫ জন হঠাৎ করেই হোটেলে এসে আক্রমণ চালান। ধারালো দেশীয় অস্ত্র চাপাতি, রামদা দিয়ে হোটেলের ভিতরে বাবুর্চিসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হোটেলের বিভিন্ন গ্লাস ভাঙচুর করে। ঘটনার সময় হোটেলের ভেতরে ও আশপাশে থাকা মানুষজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যান। মুহূর্তের মধ্যেই ডাকবাংলা মোড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

 

খুলনা সদর থানার পরিদর্শক তদন্ত মো. শাহজাহান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।


এ দিকে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ডাকবাংলা দোকান মালিক সমিতি। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিন্নু বলেন, ‘ডাকবাংলা মোড় খুলনার সবচেয়ে জনবহুল এলাকা। এখানে প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করেন। এমন স্থানে সন্ত্রাসীদের দৌরাত্ম্য পুরো ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করছে। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক।’

]]>
সম্পূর্ণ পড়ুন