খুলনায় স্বামীর দায়ের কোপে প্রাণ গেল গৃহবধূর

৩ সপ্তাহ আগে
খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে নিহত হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রূপসা উপজেলার যুগীহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পারভিন বেগম (৩৮)। তিনি ওই এলাকার পলাশ শেখের স্ত্রী।


স্থানীয়রা জানান, দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে পলাশ শেখ লোহার দা দিয়ে পারভিন বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ৮ মাসে ৩৬ দুর্ঘটনায় হতাহত ৬৩

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার পর থেকে পলাশ শেখ পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন