মঙ্গলবার (২৪ জুন) ফুলবাড়ীগেট কুয়েট মোড় সড়কে খান জাহান আলী থানা বিএনপির নেতাকর্মীরা এই মানববন্ধনের আয়োজন করেন।
এ সময় ভুক্তভোগী স্কুলশিক্ষক দিলীপ কুমার বলেন, ‘দুমাস ধরে আমার কাছে এলাকার চিহ্নিত মাদক কারবারিরা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় এক মাস আগে স্কুলে যাওয়ার পথে আমাকে গুলি করে। আমার পায়ে গুলি লাগায় বেঁচে যাই।’
বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেন বলেন, ‘প্রায় এক মাস আগে স্কুলের একজন প্রধান শিক্ষককে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীরা গুলি করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।’
আরও পড়ুন: রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা, গ্রেফতার ৫
দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের প্রশাসন গ্রেফতারে ব্যার্থ হলেও বিএনপি আরও কঠোর আন্দোলনে মাঠে নামবে। এ সরকারকে বিএনপি সমর্থন দিয়ে আসছে, এ সরকারকে অনেকে বিব্রত করতে চাচ্ছে, প্রশাসন তাদের সহায়তা করুক এটা আমরা চাই না। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।’
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন বলেন, ‘যখন দেশ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, তখন সন্ত্রাসীরা মাথাচারা দিয়ে উঠছে। বিভিন্ন এলাকায় মাদক কারবারিরা দাপিয়ে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেফতার করতে ব্যার্থ হচ্ছে। আমরা দ্রুত সব অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
]]>