বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর নিরালা তাবলীগ মসজিদের সামনে ‘খুলনার সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাদপন্থিরা ইসলামের মূলধারা থেকে বিচ্যুত। যারা মানুষ হত্যা করে তারা কাফির হয়ে যায়। বক্তারা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
আরও পড়ুন: সাদপন্থিদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে, হুঁশিয়ারি জুবায়েরন্থিদের
মানববন্ধন থেকে খুলনা তাবলিগ মসজিদে আর সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধন নিয়ে উত্তেজনা থাকলেও সাদপন্থিরা কেউ সেখানে যায়নি। মানববন্ধন শুরুর আগে বিকেল পৌনে ৪টা থেকে সেখানে পুলিশ মোতায়েন ছিল। এছাড়া টহল দেয় সেনাবাহিনী।