আহত আব্দুর রহিম সোনাডাঙ্গা মডেল থানার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য, সন্ধ্যায় বয়রা বাজারের একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম। হঠাৎ করে ২-৩ জন যুবক অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। তার মাথা ও দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে।
আরও পড়ুন: চুকনগরে তেলবাহী লরির ধাক্কায় দুই নারী নিহত
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান সময় সংবাদকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আব্দুর রহিম ফল কিনতে বয়রা বাজারে গেলে ২-৩ জন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। হামলার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি।’
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
]]>