জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার হেলিকপ্টারযোগে রওনা হয়ে সকাল সাড়ে ৯টায় তিনি খুলনার দাকোপ উপজেলার চালনার বিএম গ্যাস কোম্পানির হেলিপ্যাডে পৌঁছাবেন। পরে শহীদ মাওলানা আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করবেন। এ সময় তিনি চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খুলনা বিভাগের শীর্ষস্থানীয় নেতারাও সেখানে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নেতাকর্মীদের দ্রুত সহায়তার নির্দেশ বিএনপি-জামায়াতের
পথসভা শেষে বেলা মঙ্গলবার বেলা ১১টায় ডা. শফিকুর রহমান পাবনার ঈশ্বরদীর উদ্দেশে দাকোপ ত্যাগ করবেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ভোররাতে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ (৫২) নিহত হন। দুর্ঘটনায় আরও দুই কর্মী আহত হন, তবে বর্তমানে তারা চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।