খুলনায় মাঠে নেমেছে নৌবাহিনী, চলছে তল্লাশি

১ সপ্তাহে আগে
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে খুলনার আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৭ নভেম্বর) সকাল থেকে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সবগুলো সড়ক, মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী, নৌবাহিনী,  র‍্যাবের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব বাহিনী শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

 

গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে রূপসা মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ী মোড়, খালিশপুর, দৌলতপুরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে। সন্দেহজন যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে।

 

আরও পড়ুন: খুলনায় বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

 

খুলনা মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, রায়কে কেন্দ্র করে খুলনায় যাতে কেউ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য প্রস্তুত আছে বাহিনী। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন: খুলনায় বিএনপির চমক অভিজ্ঞ মঞ্জু ও নবীন বাপ্পি

 

এদিকে রায়কে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন