বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার উদ্বোধন করেন এ হাসপাতালটির। মাছের রোগবালাই নির্ণয়, চিকিৎসা, পরামর্শ এবং মাছ চাষসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এখানে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক শাহ আলম সরকার বলেন, মানুষ যেমন অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেয়, তেমনি মাছের রোগ সারাতে বা চাষাবাদের সমস্যার সমাধানে এ ধরনের হাসপাতাল স্থাপন এক অনন্য উদ্যোগ। স্থানীয় খামারীসহ দেশের বিভিন্ন জায়গার মাছ চাষিরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।
আরও পড়ুন: অগ্নিঝুঁকিতে খুলনার ২৩ মার্কেট, আতঙ্কে ব্যবসায়ীরা
তিনি এই সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাসকে ধন্যবাদ জানান। উদ্বোধনের পর তিনি ফিস স্কয়ার হ্যাচারি পরিদর্শন করেন এবং পরে রুদাঘরা মৎস্য খামারী স্কুলে স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদফতরের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজীসহ স্থানীয় মৎস্য খামারীরা।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·