খুলনায় মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২ দিন আগে
খুলনা নগরীর লবনচরা এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।


লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, থানা থেকে খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে মহাসড়কের পাশে সিটি কর্পোরেশনের ফেলা মাটির উপরে ওই বৃদ্ধ পড়েছিলেন। কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছি।


আরও পড়ুন: খুলনায় পুকুরে ভাসছিল বৃদ্ধার মরদেহ


ওসি আরও জানান, মৃতের বয়স আনুমানিক ৮০ বছর। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলেই আছি। একইসঙ্গে পিবিআইসহ সংশ্লিষ্টরা কাজ করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন