সোমবার (২৩ জুন) রাতে এসব কমিটি গঠন করা হয়।
বিভিন্ন থানায় মহিলা দলের এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন।
নগরীর সদর থানা মহিলা দলের আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট জানোয়ার পারভীনকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কাওসারী জাহান মঞ্জু, রোকেয়া ফারুক, লুৎফুন নাহার লাভলী, হোসনে আরা চাঁদনী, বিউটি আক্তার ও ওয়াহিদা পারভীন রোমানা।
সোনাডাঙ্গা থানা কমিটিতে আহ্বায়ক হয়েছেন আর.এফ. হাসনাহেনা। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন নাসরিন হক শ্রাবণী, সুলতানা পারভীন রজনী, অ্যাডভোকেট কামরুন নাহার হেনা, রেহানা মান্নান ও সোনিয়া খান।
আরও পড়ুন: নেত্রীকে মারপিটের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত
খালিশপুর থানা মহিলা দলের কমিটিতে শাহনাজ সরোয়ারকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনজিরা খাতুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুল ও মিসেস মনি।
দৌলতপুর থানা কমিটিতে সালমা বেগম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মদিনা আক্তার, লায়লা আঞ্জুমান আরা, রুমা আক্তার ও বীথি খানমকে।
এছাড়া খানজাহান আলী থানা মহিলা দলের আহ্বায়ক হয়েছেন শাম্মি চৌধুরী মলি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিরিনা আক্তার, চয়ন আরা ও সাবিনা ইয়াসমিন।
নতুন এই কমিটিগুলোর মাধ্যমে মহিলা দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ।