খুলনায় ভোক্তা অধিকারের অভিযান, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

২ সপ্তাহ আগে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আটটি টিম খুলনা বিভাগে অভিযান চালিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা মহানগরীর খানজাহান আলী রোড এলাকায় উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে আরিয়ান ট্রেডার্সকে যথাযথ পণ্য সরবরাহ না করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা নগরীর রয়েল মোড় এলাকায় সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুইট ম্যাক্সকে ৫ হাজার, সাতক্ষীরার আদি ঘোষ ডেয়ারিকে ৩ হাজার এবং নূর মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


মাগুরা সদর উপজেলার ভয়না বাজার এলাকায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে মেসার্স সোনার বাংলা হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যশোর সদর উপজেলার দড়াটানা মোড়ে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে বনফুল অ্যান্ড কোং-কে যথাযথ পণ্য সরবরাহ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান, পুলিশ-বাসিন্দা সংঘর্ষে আহত ৩০

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার তালতলা বাজারে সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাফী বেকারিকে মোড়কবিহীন ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকায় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে মদনমোহন মিষ্টান্ন ভাণ্ডারকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলী এর নেতৃত্বে হরিরামপুর বীজ ভাণ্ডারকে মোড়কবিহীন পণ্য রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ বাজারে সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে তৌহিদ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও মোড়কবিহীন পণ্য রাখায় ৬ হাজার এবং সাকিব স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


সর্বমোট ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, ব্যবসায়ীদের সচেতন করতে পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন, ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন