খুলনায় বিশেষায়িত হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, ভোগান্তি

৩ সপ্তাহ আগে
খুলনা বিশেষায়িত হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের বেতন সংকট ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতালের ৮৮ জন আউটসোর্সিং কর্মচারী প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।


এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) একই স্থানে তারা কর্মবিরতিতে অংশ নেন। আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে রোগীদের সেবা কার্যক্রম।


‘দাবি মোদের একটাই, বাঁচার জন্য বেতন চাই’এমন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে কর্মচারীরা জানান, চলতি মাসসহ টানা নয় মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।


আরও পড়ুন: আউটসোর্সিং কর্মীদের কর্মবিরতিতে অচল খুলনার ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


আউটসোর্সিং কর্মী সৈয়দ মামুন বলেন, ‘দীর্ঘ আট মাস ধরে আমাদের বেতন বন্ধ। আমরা একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু প্রতিবারই শুধু আশ্বাস ছাড়া কিছু পাইনি। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। দ্রুত দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’


এ দিকে আউট সোর্সিং কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্যসেবা। চিকিৎসকের সহায়তায় কাউকে সঙ্গে না পাওয়া যাওয়ায় চিকিৎসকদের স্বাভাবিক সেবা দেয়া ব্যাহত হচ্ছে।


হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের ১৮ নভেম্বর ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, জেনারেটর অপারেটর, মালী, লিফটম্যান, ওয়ার্ড বয়, আয়া, টেবিল বয়, পরিচ্ছন্নতা কর্মী ও মশালচীসহ ৮৮ জন জনবল আউটসোর্সিংয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে প্রায় ২৬টি প্রতিষ্ঠান শিডিউল ক্রয় করে। কিন্তু দরপত্র জমা দেয়ার আগের দিন ৪ ডিসেম্বর ‘এবি এন্টার প্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক আলামিন উচ্চ আদালতে রিট করেন।


আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট


আদালত তিন মাসের জন্য কার্যক্রম স্থগিতের আদেশ দেন। এর ফলে পুরো প্রক্রিয়া আটকে যায়।


অভিযোগ উঠেছে, পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী মহলের যোগসাজশে এ মামলাটি করা হয়েছে, যাতে আউটসোর্সিং জনবল সরবরাহের কাজ আগের প্রতিষ্ঠানের হাতেই থাকে।


এ বিষয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন বলেন, ‘আদালতের মামলার কারণে আউটসোর্সিং কর্মীদের বেতন আটকে গেছে। বিষয়টি সমাধানে আমরা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছি। তবে কবে তাদের বেতন দেয়া সম্ভব হবে, তা নিশ্চিত করে বলতে পারছি না।’


আউটসোর্সিং কর্মীরা জানিয়েছেন, আন্দোলন দীর্ঘ হলে সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা সতর্ক করে বলেছেন, দ্রুত দাবি পূরণ না হলে কর্মসূচি আরও বিস্তৃত হবে এবং তারা হাসপাতালের সব ধরনের কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন