খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের সংঘর্ষ

৩ সপ্তাহ আগে
খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে আসার কথা থাকায় তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপির প্রতিপক্ষ গ্রুপের কতিপয় সদস্য তাদের উপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আরও পড়ুন: খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় দুই ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

 

শান্ত শেখ বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।

 

তিনি বলেন, সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। হামলায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

 

আরও পড়ুন: খুলনার নবনির্মিত জেলা কারাগার প্রস্তুত, ১০০ বন্দি নিয়ে চালু হচ্ছে শনিবার

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে সংঘর্ষের খবর জানতে পেরে পুলিশ দ্রুত যেয়ে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন