নিহত যুবকের নাম মোঃ আলাউদ্দিন মৃধা (২৫)। পেশায় দিনমজুর ছিলেন তিনি। রোববার রাত ৭টা ৪৫ মিনিটে ৬/৭ জন ব্যক্তি মোটরসাইকেলে করে আলাউদ্দিনের বাড়িতে ঢুকে তাকে তিন রাউন্ড গুলি করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে কোপানো হয়।
সোনাডাঙ্গা থানা ও খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি)র উর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: খুলনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা
কেএমপির উপ-পুলিশ কমিশনার সুদর্শন রায় বলেন, নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকের মামলা ছিল। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। ঘাতকদের শনাক্তকরণের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।
পুলিশ জানিয়েছে, আলাউদ্দিন মৃধা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। এছাড়া তার বড় ভাই জালাল (৪২) খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজনের আস্থাভাজন ছিলেন।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·