পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বাসায় একা ছিলেন লিটন খান। সুযোগ পেয়ে তার ছেলে লিমন ও স্ত্রী চাঁদনী মিলে প্রথমে গলায় ফাঁস দেয়, পরে মৃত্যু নিশ্চিত করতে বটি দিয়ে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পলাতক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে শুক্রবার দিবাগত রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের খুলনায় এনে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: খুলনার নদ-নদীতে এক বছরে অর্ধশত মরদেহ উদ্ধার
স্থানীয়রা জানান, লিটন খান নয় মাস ধরে সুফিয়া কুটিরের এস এম আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। বাবা-ছেলের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। মাছ বিক্রির টাকার বিষয় নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটনা পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার হওয়া দরকার।
আরও পড়ুন: খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, গ্রেফতার দম্পতিকে থানায় নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।
]]>