খুলনায় বাটা ও কেএফসিতে লুটপাট: আটক ৩১

২ সপ্তাহ আগে
খুলনা শহরে বাটা শোরুম ও কেএফসি ফুড কোর্টে লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলনের মধ্যে একদল দুর্বৃত্ত খুলনা শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা ও লুটপাট চালায়। এ সময় বাটা ও কেএফসির শোরুমে ভাঙচুর ও মালামাল লুট করা হয়।

 

আরও পড়ুন: গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুর: আটক ৪

 

ঘটনার পর খুলনা মহানগর পুলিশের বিভিন্ন টিম সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে লুটপাটে জড়িতদের শনাক্ত করে। এরপর একাধিক এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক হয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব জানান, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন