বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই বাড়তে থাকে তাপমাত্রা। প্রচন্ড গরমে হাসফাস অবস্থা ছিল নগরী জুড়ে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকা তাপমাত্রাও। হঠাৎই তাপমাত্রার এমন বৃদ্ধিতে অনেকেই কাজে বের হওয়া মানুষদের অনেকেই বিপাকে পড়েন। বিশেষ করে দিন মজুর খেটে খাওয়া মানুষদের প্রখর রোদে প্রচন্ড কষ্ট করতে হয়। তবে দুপুর ৩টার পর কমতে থাকে তাপমাত্রা।
এদিকে বিকেল গড়াতেই পুরোপুরি মেঘে ঢেকে যায় খুলনার আকাশ। প্রচন্ড গরমের সন্ধ্যা সোয়া ৬টায় শুরু হয় বৃষ্টি। প্রচন্ড গরমের পর স্বস্তির বৃষ্টির স্থায়ীত্ব ছিলো এক ঘণ্টারও বেশি। টানা এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর কোনো কোনো এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। বিশেষ করে রয়্যাল মোড়, পিটিআই মোড়, টুটপাড়া, জিন্নাহপাড়াসহি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন পথচারীরা।
আরও পড়ুন: খুলনায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবদ মিজানুর রহমান বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকার কারণে আবহাওয়ার এমন অবস্থা। আগামী তিনদিন খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
]]>