সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ডাউন মহানন্দা এক্সপ্রেস ফুলতলা স্টেশন অতিক্রম করে আফিলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি কোচ বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: খুলনায় ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ১
খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান সময় সংবাদকে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।
]]>