খুলনায় ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ১

২ সপ্তাহ আগে
খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় মো. শহিদুল ইসলাম মন্টু (৬৫) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

নিহত শহিদুল ইসলাম খান ঝিনাইদহ জেলার খাজুরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আসমত আলী খান। দুর্ঘটনায় তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ হোসেন বলেন, ‘এ পর্যন্ত আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনুমানিক ৬০/৬৫ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় আনা হয়। তার মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। নিহত ব্যক্তির মোবাইল ফোনে কল আসায় তার স্বজনরা হাসপাতালে আসছেন।’

 

এর আগে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ডাউন মহানন্দা এক্সপ্রেস ফুলতলা স্টেশন অতিক্রম করে আফিলগেট রেলক্রসিং পার হওয়ার সময় একটি বিকল হয়ে যাওয়া ট্রাককে ট্রেনটি ধাক্কা দেয়।

 

আরও পড়ুন: খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ, হতাহতের শঙ্কা

 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা ট্রাকটি ঠেলে সরানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবু বকর জামান বলেন, ‘দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। পরে ট্রেনের দুই অংশ কেটে খুলনা ও ফুলতলায় পাঠানো হয়।’

 

দুর্ঘটনায় মহানন্দা এক্সপ্রেসের একটি কোচ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও রেললাইনে ট্রাকের একটি অংশ পড়ে থাকায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ক্রেন দিয়ে লাইন পরিষ্কারের কাজ চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন