খুলনায় গণপিটুনিতে যুবক নিহত

৩ সপ্তাহ আগে
খুলনার ফুলতলার জামিরা বাজারে গণপিটুনিতে আলমগীর হোসেন রানা নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে ওই যুবক নিহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বাজারে চাঁদা দাবি করে ব্যবসায়ীদের হুমকি দেন। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ ও সড়ক অবরোধে নামেন। এ সময় রানাকে সন্দেহভাজন হিসেবে ধরে গণপিটুনি দেয়া হয়।


আরও পড়ুন: অটোরিকশা চুরির অভিযোগে ফেনীতে গণপিটুনিতে যুবক নিহত


এ বিষয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন