শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে হাউজিং এলাকার একটি বাড়ি থেকে ওসমান গনি (১৪) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বারান্দায় বাবার আর বাড়ির পাশে গাছে ঝুলছিল ছেলের মরদেহ
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।