খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ২

৩ সপ্তাহ আগে
খুলনা নগরীতে অস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার আলকাতরা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি মানিহার গ্রামের হায়দার আলী সিকদারের ছেলে পাভেল হোসেন (২৯) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড্ডাল গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে হাবিবুর রহমান (৩২)।

 

আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

 

ডিবি পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আরও পড়ুন: গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

 

পুলিশ বলছে, উদ্ধার করা অবৈধ অস্ত্র সাম্প্রতিক কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কিনা, কোথায় কোথায় ব্যবহারের পরিকল্পনা ছিল এবং অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে আর কারা জড়িত এসব বিষয়ে জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে সহযোগী আসামিদের গ্রেফতার ও আরও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন