খুলনার বয়রায় বাড়ছে করোনার সংক্রমণ, জনমনে উদ্বেগ

২ সপ্তাহ আগে
খুলনায় আবারও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত তিন দিনে নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জনই নগরীর বয়রা এলাকার বাসিন্দা।

সবশেষ বৃহস্পতিবার (১৯ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় মো. হারুন নামের একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি নগরীর বয়রা এলাকার বাসিন্দা।

 

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, এদিন দুপুর ১টা পর্যন্ত ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধু হারুনের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

আরও পড়ুন: যশোরে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

 

ডা. ইশতিয়াক আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার নামের একজন নারী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সেখানে শুধু একজন রোগী, করুনা বেগম (৬০), ভর্তি রয়েছেন।

 

এর আগে মঙ্গলবার (১৭ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া বেগম নামের একজন নারীর শরীরে করোনা শনাক্ত হয়, যিনি বয়রা এলাকার বাসিন্দা। একই দিন খুলনা জেনারেল হাসপাতালে নিরালা এলাকার সুমাইয়া আক্তারের শরীরেও করোনা ধরা পড়ে। পরদিন বুধবার বয়রা এলাকার আরও এক নারী, ৬০ বছর বয়সী করুনা বেগমের শরীরে ভাইরাস শনাক্ত হয়।

 

আরও পড়ুন: বাড়ছে করোনা অথচ গাজীপুরে নেই পরীক্ষার ব্যবস্থা

 

খুলনায় হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধির এ ধারা জনমনে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে নগরীর বয়রা এলাকায় টানা তিনজন আক্রান্ত হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন