খুলনার ফেরীঘাট মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ

৪ সপ্তাহ আগে
গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে নগরীর ফেরীঘাট মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে নেতাকর্মীরা। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েন তারা। এর আগে খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল চলাকালে তারা সাইনবোর্ড ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে।


এ সময় পুলিশ বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।


পরে শিববাড়ি মোড় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা চালায়।


খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। অতি উৎসাহী পুলিশদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের ৩০ এর অধিক নেতাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছে।


আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি রাশেদের


খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আছরের নামাজ পড়তে গিয়েছিলাম। সে সময় গণঅধিকার পরিষদের ব্যানারে দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে হামলা চালায়। আমাদের কার্যালয়ের গেট ও সাইনবোর্ড ভাঙচুর করে।

]]>
সম্পূর্ণ পড়ুন