বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক ভিন্ন দুপুরের সাক্ষী হয়েছে খুলনা জেলা স্টেডিয়াম, দেড় সহস্রাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আহার করেছেন একসঙ্গে।
এসময় ছোট-বড়, নারী-পুরুষ, সবার মুখে ফুটে ওঠে একটুখানি স্বস্তি। এদিন দুপুরে দেখা যায় ঝকঝকে সার্ভিং বোলে সাজানো বিরিয়ানি, রোস্ট, ডিম, ডাল। খাবার পরিবেশনের জন্য পেছনে দাঁড়িয়ে আছেন উর্দি পরা তরুণ-তরুণী। দামি রেস্তোরাঁর মতো সব আয়োজন। ব্যতিক্রম শুধু অতিথিরা। তাদের অনেকে মলিন মুখে এলেও ফিরেছেন হাসিমুখে।
অস্টোলিয়ার সিডনিতে অবস্থিত ট্রু-ইউ চ্যারিটি ক্লাবের সহযোগিতায় লাঞ্চ ইউথ স্মাইল অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। এমন আয়োজনের অংশ হতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরা। আর অস্ট্রেলিয়ান এই তরুণ জানালেন পরিকল্পনা রয়েছে খাদ্য কর্মসূচির পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে কাজের।
আরও পড়ুন: উপকূলের সংকট নিরসন ভাবনায় একমঞ্চে রাজনৈতিক দলের নেতারা
ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার সভাপতি শাহরিয়ার কবির মেঘ বলেন, ‘এক সপ্তাহের নিরলস পরিশ্রমে আয়োজিত এ আয়োজন সফল করতে আমাদের ৮৬ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
অস্ট্রেলিয়া ট্রু ইউ ক্লাব চ্যারিটির সিইও ভেলেরী মালিনোভেসকি বলেন, ‘বর্তমানে আমরা খাবার নিয়ে কাজ করলেও স্থায়ী ভাবে ক্ষুধা দূরীকরণের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। আমরা শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কাজ করব। এই মুহূর্তে চারটি দেশে এই ধরনের কর্মসূচি চলছে।’
]]>
২ সপ্তাহ আগে
৪





Bengali (BD) ·
English (US) ·