খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

১ দিন আগে
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে।

আহত সোহেল ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্বপন শিকদারের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ঘটনার সময় সোহেল সেলুনের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা মুখোশধারী ৪-৫ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

আরও পড়ুন: খুলনায় যুবককে গুলি ও গলা কেটে হত্যা

পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে মাদকসহ ৫টি মামলা রয়েছে।


খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আবু তারেক বলেন, আহত যুবক স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। মাদক ও টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে হামলা হয়ে থাকতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন