এরই অংশ হিসেবে সোমবার (২৯ এপ্রিল) গভীর রাতে কেএমপি ও বাংলাদেশ নৌবাহিনীর একটি যৌথ টিম অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত সবুজ সানা ওরফে ‘মোটা সবুজ’কে (২৯) গ্রেফতার করা হয়। তার বাড়ি মতিয়াখালি ৮ম গলি এলাকায়। বাবার নাম মৃত আজিজুল সানা।
অভিযান চলাকালে তার হেফাজত থেকে ৫ রাউন্ড বার বোর কার্তুজ, ১টি আগ্নেয়াস্ত্র ব্যবহারের উপযোগী কাটার, ২টি ধারালো ছুরি, ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ এসব অবৈধ অস্ত্র ও মাদক নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন: সাতক্ষীরার আম বাজারজাতের তারিখ ঘোষণা
কেএমপি সূত্রে জানা গেছে, মোটা সবুজ এলাকায় ভয়ভীতি প্রদর্শন, মাদক কারবার ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় লবণচরা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।