গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দৌলতপুর থানার পশ্চিমপাড়া শাহী জামে মসজিদসংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জানালার কাচ ফাঁক করে শুভকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার চারদিন পার হয়ে গেলেও এখনও মামলার কোন রহস্য উদঘাটন কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্বজন বা বন্ধুদের কেউ এ ঘটনা কেন ঘটেছে তার কোনো ধারণা করতে পারছেন না।
নাম প্রকাশ না করে তানভীর হাসান শুভ’র একজন বন্ধু জানান, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তার কোন শত্রু ছিলো বলে আমার জানা ছিলো না, তার সাথে সবারই খুব ভালো বন্ধুত্ব ছিলো। কেউ তাকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে আমরা ভাবতেও পারছি না। পুলিশ দ্রুত আসামীদের গ্রেফতার করে রহস্য উম্মোচন ও শাস্তির আওতায় আনবে দাবি করছি।
আরও পড়ুন: খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেফতার
মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপ পরিদর্শক বদিউর রহমান বলেন, মামলায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তদন্ত কার্যক্রম চলছে, আশা করছি দ্রুতই আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে। কী কারণে হত্যাকাণ্ড জানতে চাইলে বলেন, কয়েকটি বিষয় সামনে নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
জানা যায়, তানভীর হাসান শুভ দীর্ঘদিন যাবত একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।
]]>