নিহত আল আমিন মাছের ঘের ও সিএনজি চালক পেশায় যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় খানাবাড়ি দিঘির পূর্ব পাশে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত আল আমিনকে পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসে। হত্যার কারণ বা কতজন ছিলো তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: টাঙ্গাইলে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর পালালেন স্বামী
খুলনা মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে দুই রাউন্ড গুলি পেয়েছি। ধারণা করছি গতিরোধ করে গুলি করে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।