খুলনায় যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত

৪ দিন আগে
খুলনায় ছুরিকাঘাতে মো. রিয়াজ (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আহত রিয়াজ সোনাডাঙ্গা থানার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।


আরও পড়ুন: চকরিয়ায় ছুরিকাঘাতে ও পিটিয়ে ২ জনকে হত্যা


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বিকেলে রিয়াজ গোবরচাকা গাবতলা মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন