কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম এবং কেএমপি’র ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন টিএসআই মো. রেজাউল করিম, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ মো. দেলওয়ার হোসেন, খান হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের সদস্যরা।
আটককৃত ইজিবাইকগুলো নগরীর জোড়াগেট এলাকার ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।
কেসিসি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে নগরীতে বাইরে থেকে আসা এবং অনিবন্ধনবিহীন ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। এসব যানবাহন প্রধান সড়কে চলাচল করায় যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বৈধ লাইসেন্সধারী চালকরাও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আরও পড়ুন: নারীদের নিরাপদ বাইক রাইডিংয়ে খুলনায় অনন্য উদ্যোগ
কেসিসি কর্মকর্তারা জানিয়েছেন, নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং সড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে নগরীর সব এলাকায় অভিযান পরিচালিত হবে।
ট্রাফিক বিভাগ জানায়, শুধুমাত্র বৈধ লাইসেন্স ও নিবন্ধনধারী ইজিবাইক চালকদেরই শহরে চলাচলের অনুমতি থাকবে। অন্য এলাকা থেকে আগত বা অনিবন্ধিত ইজিবাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
]]>
৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·