খুলনায় ফুটপাত দখলমুক্তে কেএমপির উচ্ছেদ অভিযান

৩ সপ্তাহ আগে
খুলনা মহানগরীর প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এর অংশ হিসেবে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিটির ব্যস্ততম শিববাড়ি মোড়, ডাকবাংলা মোড় থেকে পিকচার প্যালেস, পিকচার প্যালেস থেকে থানা মোড় হয়ে হেলাতলা মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ফুটপাতে স্থাপিত বিভিন্ন দোকানের সাইনবোর্ড, অস্থায়ী স্টল ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। কেএমপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের রাস্তায় নেমে চলতে বাধ্য হতে হচ্ছিল। এতে শুধু যানজটই সৃষ্টি হচ্ছিল না, দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছিল।


অভিযানে নেতৃত্ব দেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়। তারা জানান, নগরবাসীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। পাশাপাশি দখলদারদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা আর কখনো ফুটপাত দখল না করেন।


স্থানীয় বাসিন্দারা কেএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, ফুটপাত দখলমুক্ত হলে তাদের চলাচল অনেক সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে। তারা আশা প্রকাশ করেন, শুধু এ এলাকাতেই নয়, পুরো নগরজুড়েই যেন ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালানো হয়।


আরও পড়ুন: কমছে জলাশয়, হুমকিতে খুলনা নগরীর পরিবেশ


কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম জানান, হয়েছে, নগরীর অন্যান্য ব্যস্ত এলাকায়ও শিগগিরই একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন