খুলনায় পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জন করে পাট পণ্য ব্যবহারে জোর

২ সপ্তাহ আগে
পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারে সর্বস্তরে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে খুলনায় বিশ্ব পরিবেশ দিবসের আয়োজনে।

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। 

তিনি বলেন, ‘পরিবেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের পাটজাত পণ্যের প্রতি ঝুঁকতে হবে এবং প্লাস্টিক পণ্য বর্জন করতে হবে। তিনি আরও বলেন, মাইক্রোপ্লাস্টিক ও ক্ষতিকর কেমিক্যাল শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ জটিল রোগ সৃষ্টি করছে।’ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো প্রচারে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে বিক্ষুব্ধ ছাত্র জনতার তালা

সভায় জানানো হয়, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়সহ জেলার আওতাধীন বিভিন্ন স্থানে ৮৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। একইসঙ্গে খুলনা বিভাগে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে পরিচালিত ৮৫টি মোবাইল কোর্টে ৬ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় এবং ১২ হাজার ১০০ কেজি পলিথিন জব্দের তথ্য তুলে ধরা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম এবং স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সাদিকুল ইসলাম।


পরে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন