মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে একদিন আগে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় নিহতের ছেলে শাহজামাল সরদার ওরফে সজল বাদী হয়ে হরিণটানা থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ ইউসুফ, কবির, জয়হীরা ওরফে ছোট এবং শিল্পী বেগমকে গ্রেফতার করে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘নিহত মনোয়ারা বেগম ও আসামি শিল্পী বেগম একসঙ্গে দিনমজুরির কাজ করতেন। হত্যার আগে তাকে ধর্ষণ করা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কেউ কেউ অপরাধের কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ একজন আটক
পুলিশ জানায়, আসামিদের মধ্যে ইউসুফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরেক আসামি কবির বিভিন্ন অভিযোগে আগে জেলে ছিলেন, কয়েকদিন আগে জামিনে বের হন।
নিহত মনোয়ারা বেগমের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
]]>