মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার সংগীতা সিনেমা হলের নিচে অবস্থিত শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এক সময় চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০০২ সাল থেকে বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। প্রায় সাত-আট মাস আগে জামিনে মুক্ত হয়ে শেখপাড়ায় ভাঙারি ব্যবসা শুরু করেন।
স্থানীয়রা জানান, রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে ৭-৮ জন যুবক তাকে ধাওয়া করে। জীবন বাঁচাতে শাহাদাত দৌড়ে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে পরপর কয়েকটি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক বলেন, নিহত শাহাদাত হোসেন চরমপন্থি দলের নেতা ছিলেন। কিছুদিন আগে তিনি জেল থেকে ছাড়া পান। এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
]]>