বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক বলেন, এদিন ভোরে আওয়ালকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তিনি মারা যান।
এর আগে গত শনিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে পাঁচ বছর বয়সী এক শিশু মারা যায়। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিলো আরও ৩ প্রাণ, নতুন আক্রান্ত ৪২৫
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।