খুলনায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, যুবকের মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
খুলনার রূপসা উপজেলায় পৃথক দুই ঘটনায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা এবং এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে।

রোববার (৮ জুন) দুপুরে রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় নিজ শ্বশুরবাড়ি থেকে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাত প্রবাসী শাওন শেখের স্ত্রী। তার সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে।


পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে কোনো এক সময় জান্নাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

আরও পড়ুন: বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ২
 

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গৃহবধূ হত্যার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত জানতে তদন্ত চলছে।


এদিকে একই উপজেলার শ্রীফলতলা এলাকায় ইদ্রিস আলীর কলা বাগানে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রবিউল মোল্লা (২৪) নামে যুবকের লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহে কালো জিন্সের প্যান্ট ও লাল রঙের টি-শার্ট পরা ছিল। মরদেহ ফুলে উঠেছে ও শরীরের চামড়ায় পচন ধরেছে বলে জানিয়েছে পুলিশ। রবিউল মোল্লার ভাই তার মরদেহটি সনাক্ত করেন।


ওসি মাহফুজুর রহমান বলেন, মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন