শুক্রবার (১১ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় পথসভা দুটি অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে দলটির নেতারা।
বুধবার (৯ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে পথসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে পৃথক ব্যানারে সংবাদ সম্মেলন করে এনসিপি জেলা ও মহানগর।
আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহীমের বাড়িতে এনসিপি নেতারা
এতে জানানো হয়, শুক্রবার দুপুরে যশোর হয়ে কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। নগরীর বাইতুন নূর মসজিদে জুমার নামাজ আদায় শেষে শহীদদের কবর জিয়ারত, বিকেল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, বিকেল ৫টায় শিববাড়ি মোড়ে পথসভা এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা হবে। খুলনায় রাতযাপন করে শনিবার সকালে তারা সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবেন।
ইতোমধ্যে দলটির খুলনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।