খুলনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলায় গ্রেফতার ১

৬ দিন আগে
খুলনার লবণচরা থানার দক্ষিণ টুটপাড়ার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ টুটপাড়ার মোল্লাপাড়া আরজু কালভার্টের সামনে থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেফতার তরিকুল মো. আজহারুল ইসলামের ছেলে এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

 

গ্রেফতারের বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সময় সংবাদকে বলেন, ‘এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিশ্চিত করতে আমরা শুরু থেকেই টানা অভিযান চালাচ্ছি। গ্রেফতার তরিকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা আশা করছি, এই গ্রেফতার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে।’

 

আরও পড়ুন: শিশু বিকাশে পিছিয়ে খুলনা, শিক্ষা ও স্বাস্থ্যের ভয়াবহ চিত্র

 

তিনি আরও বলেন, ‘ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে আমাদের বিশেষ টিম কাজ করছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন সম্ভব হবে।’

 

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাতে খুলনার লবণচরা এলাকায় নিজ বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে দুই শিশু মুসতাকিম (৮) ও ফাতিহা (৭) এবং তাদের নানি শাহীতুন নেসাকে (৫৫) দুর্বৃত্তরা ইট দিয়ে আঘাত করে হত্যা করে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে সে সময় স্বজনরা অভিযোগ করেছিলেন।

 

ঘটনার পরদিন দুই শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন